রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর থেকে::
জামালপুরের ইসলামপুরে অবৈধ ভটভটির চাপায় শ্রী দধি চন্দ্র গোয়ালা (৬৫) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। নিহত দধি চন্দ্র গোয়ালা মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের বীর হাতিজা গ্রামের সুখ নারায়ন গোয়ালা’র ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে ইসলামপুর সাব-রেজিষ্ট্রার অফিস থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। তিনি জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের ইসলামপুর বঙ্গবন্ধু মোড়ে পৌছলে বালু বোঝাই একটি অবৈধ ভটভটি তাকে চাপা দেয়।
এতে সে গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে দধি চন্দ্র গোয়ালা মারা যান।
এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন দূর্ঘটনার খবর জেনেছেন বলে জানান।