রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি::
জামালপুরের ইসলামপুরে ব্রিজের রেলিং ভেঙ্গে মিনি ট্রাক খাদে পড়ে ট্রাকের চালক মোবারক আলী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। নিহত মোবারক শেরপুর জেলার সদর উপজেলার বলারদিয়া গ্রামের কবির আলীর পুত্র।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর এলাকায় একটি মিনি ট্রাক ব্রিজের রেলিং ভেঙ্গে নিচে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক মোবারক আলী ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরো ৩ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নিহত মোবারকের মরদেহ উদ্ধার করে ইসলামপুর থানায় হস্থান্তর করে।