শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

ইসলামপুরে বোরো চাল ধান গম সংগ্রহ অভিযান শুরু

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥

জামালপুরে ইসলামপুর চলতি বোরো মওসুমের ধান-চাল-গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শনিবার ইসলামপুর খাদ্য গুদামে ধান-চাল-গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জামান আব্দুল নাসের বাবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা সোহানা বিলকিস, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, ইসলামপুর চাল কল মালিক সমিতি সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির হুসাইন উপস্থিত ছিলেন।

অফিসসুত্রে জানা যায়, চলতি মওসুমে ৩০৪৬ মেট্রিক টন চাল, ৪৯৮ মেট্রিক টন ধান, ১২২ মেট্রিন টন গম ও আতপ ৬০৭ মেট্রিক টন ক্রয় করা হবে। কেজি প্রতি চাল ৩৬ টাকা, গম কেজি প্রতি ২৮, আতপ কেজি প্রতি ৩৫ ও প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ ধরে সংগ্রহ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com