রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি॥
জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি আস্থা প্রকল্পের সহযোগীতায় রবিবার এ উপলক্ষে যুব মহিলাদের সাইকেল শোভাযাত্রা সহ দুইটি শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে বের হয়। শোভাযাত্রা টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় পরিষদ চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল। মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নেছা মনি সঞ্চালনায় এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম দুলাল,অফিসার ইনচার্জ আসলাম হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারা, স্বাবলম্বী উন্নয়ন সমিতি আস্থা প্রকল্পের ছানোয়ার হোসেন খান পাঠান, এসএমও সুখরঞ্জন পাল, কেস ম্যানেজার ছাবিনা ইয়াসমিন প্রমূখ।
পরে উপজেলা হল অডিটরিয়ামে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন, শিক্ষা ও চাকুরী, সফল জননী নারী, নির্যাতরেন বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন, ও সমাজের অসামান্য অবদানের জন্য উপজেলার ৫ জয়িতা নারী কে সম্মাননা দেওয়া হয়।