বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি::
জামালপুরের ইসলামপুরে বিভিন্ন রোগে আক্রান্ত ১৬জন রোগীর মাঝে জন প্রতি ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৬জন রোগীকে জন প্রতি ৫০ হাজার টাকার চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর পৌর মেয়র আ: কাদের সেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপাদক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ, শ্রম বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র অংকন কর্মকার, উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।