বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥
জামালপুরের ইসলামপুরে সার্বিক বন্যার পরিস্থিতি উন্নতি হয়েছে। আজ মঙ্গলবার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি কমায় মানুষের দূর্ভোগ বেড়েছে। এতেকরে পানিবাহিত রোগ হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া বন্যার পানিতে দুই শিশুর মুত্যু হয়েছে।
স্বরণকালের ভয়াবহ বন্যায় ১২টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় ৩ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। পানি কমলেও ভেসে উঠেছে রাস্তাঘাটের ভয়ংকর চিত্র। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে প্রতিটি সড়ক। এছাড়াও মাটি কর্দমাক্ত হওয়ায় পানিবাহিত রোগসহ নানান রোগের শঙ্কায় রয়েছে সদ্য বানভাসীরা। দ্রুত স্বাস্থ্য সেবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবী জানান।
এদিকে সোমবার উপজেলার মুখ শিমলা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে শারমিন আক্তার (১১) এবং সাপধরী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের মোফাজ্জল আকন্দের শিশু কন্যা ময়ছন বেগম (৩) বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, বন্যার্তদের সাহায্যে এ যাবৎ ২৮৯ মেট্টিক টন চাল, নগদ ৫ লাখ টাকা, সাত হাজার রুটি, চার হাজার প্যাকেট খিচুড়ি, এক হাজার শুকনো খাবার সহ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরন করা হয়েছে।