রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

ইসলামপুরে বই উৎসব উদযাপন

জামালপুর প্রতিনিধি॥

সারাদেশের মতো জামালপুরের ইসলামপুর উপজেলার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ইসলামপুর জে জে কে এম গালর্স স্কুল এন্ড কলেজ,নেকজাহান মডেল স্কুল এবং ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন।

বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা জানান, উপজেলার এ বছর ৫৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৮ হাজার ১৩৮ শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ৪ হাজার ৬৭২টি বই,৩৩টি দাখিল মাদরাসার ৭ হাজার ৯৭৯ শিক্ষার্থীর মাঝে ১ লাখ ১৫ হাজার ৭৭৬টি, ৩৯টি এবতেদায়ি ১৮ হাজার ৭৫৬ শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৩১ হাজার ৮১৮টি, ১৪টি এসএসসি ও দাখিল ভোকেশনালের ১ হাজার ৯৪০ শিার্থীদের মাঝে ৩৫ হাজার ৭০টি বই মোট ৫৫ হাজার ৮১৩ শিক্ষার্থীদের মাঝে ৬ লাখ ৮৭ হাজার ৩৩৬টি বই বিতরণ করা হয়েছে।

এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, ২৬৪টি সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ১৩ হাজার বই বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com