রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

ইসলামপুরে প্রত্যন্ত অঞ্চলে কর্মহীনদের মাঝে ত্রানসামগ্রী নিয়ে প্রশাসন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥

জামালপুরের ইসলামপুরে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা সাধারণ মানুষের দরজায় ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন উপজেলা প্রশাসন।

রবিবার গভীর রাতে উপজেলা প্রশাসন পাথর্শী ইউনিয়নের মলমগঞ্জ ও মোজাআটা এলাকায় অসহায় কর্মহীনদের ঘরে ঘরে এই ত্রাণ সামগ্রী পৌছে দেন।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে পৌর শহরের ২শত পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল, ৫শগ্রাম ডাল,১কেজি আলু,আধা লিটার তেল,আধা কেজি লবনও একটা বল সাবান দেওয়া হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল,নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, এই দূর্যোগ মুহুর্তে আমরা অসহায়দের গরে ঘরে খাবার পৌছে দেওয়ার চেস্টা করছি। এই মহামারীতে সকলের সহযোগীতায় কামনা করছি। প্রমাসনের এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com