রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

ইসলামপুরে পার্থশী ইউনিয়নে নৌকা প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আ.লীগের বর্ধিত সভা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি:: আসন্ন ৮ম ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের ইসলামপুর পার্থশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থী ইফতেখার আলমকে বিজয় করার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পূর্ব মোরাদাবাদ বাজার মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম। তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেহান আলী মাস্টারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, শহর যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান লাজু, ইউনিয়ন যুবলীগ সভাপতি মনোয়ার হোসেন আবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ বারী লিচু প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আসন্ন ইউপি নির্বাচনে সকলেই ঐক্যবদ্ধ হয়ে ১৫ জুন ইউপি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা বিজয় করার আহবান জানান।

এতে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com