সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

ইসলামপুরে পানি বৃদ্ধি অব্যহত, নিম্নাঞ্চল প্লাবিত

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥ জামালপুরের ইসলামপুর যমুনা-বহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যহত থাকায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে নিচু নিম্নাঞ্চল প্লবিত হয়েছে। এতে ইসলামপুর উপজেলার কয়েক’শ একর রোপা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, বন্যার পানি বৃদ্ধি অব্যহত থাকায় উপজেলার বেরকুশা, মধ্যেবেলগাছা, আজমবাদ, বামনা, ডেবরাইপেচ, দেওয়ানপাড়া, মন্নিয়া, বরুল ও সিন্দুরতলী গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, তার ইউনিয়নের ১০টি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে।

বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক জানান, শুধু বন্যা নয় এসব এলাকায় ব্যাপক নদী ভাঙন অব্যহত রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, বন্যার্তদের জন্য সকল প্রকার সহযোগিতা প্রস্তুত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পানি যমুনার ইসলামপুরের কুলকান্দি পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com