সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

ইসলামপুরে নৌকার মাঝি ফরিদুল হককে ফুলেল শুভেচ্ছা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনের রেখে জামালপুর-২ ইসলামপুর আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল এমপি।

সোমবার দুপুরে ঢাকা থেকে ইসলামপুর পৌছলে নেতাকমী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উৎসুক জনতা তাকে নিয়ে আনন্দ মিছিল করে।

দলীয় সুত্রে জানা যায়, রবিবার দুপুরে ঢাকায় দলীয় কার্যালয় থেকে সারাদেশের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের হাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত চিঠি তুলে দেয়ার পর্ব শুরু হয়। সেখানে জামালপুরের ইসলামপুরের কৃতিসন্তান ইসলামপুর আসনের দুইবারের নির্বাচিত এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। তিনি ইসলামপুর পৌছলে রাস্তার দুপার্শে সাড়িবদ্ধভাবে দাড়িয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, তাতী লীগসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেন। পরে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন।

এ সময় তিনি আরো বলেন-আপনারা জানেন যুবক বয়স থেকে আপনাদের পাশে ছিলাম অধ্যবদি পর্যন্ত আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমাকে আপনারা উপজেলা চেয়াম্যান নির্বাচিত করে সেবা করার সুযোগ দিয়েছেন। এরপর আমার দুইবার এমপি নির্বাচিত করে এলাকার উন্নয়ন করার সুযোগ করে দিয়েছেন। আমার আর চাওয়ার কিছু নেই আমি আপনাদের পাশে জীবন উৎসর্গ করতে চাই।

তিনি আরও বলেন, আজকে ইসলামপুরের উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিরই অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। আমি তার হয়েই কাজ করছি। তিনি সকলের সহযোগীতা কামনা করে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আঃ রাজ্জাক লাল মিয়া, আঃ লতিফ সরকার, শাহাদত হোসেন স্বাধীন, মজিবর রহমান শাহজাহান, জামান আবু নাছের চৌধুরী চার্লেস, হাবিবুর রহমান শাহিন চৌধুরী, যুগ্ম সম্পাদক এড, নাছের বাবুল, মাকছুদুর রহমান আনসারী পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর, সাধারন সম্পাদক অংকন কর্মকার, যুবলীগ যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান লাজু, সাংগঠনিক সম্পাদক আলআমিন, সবুজ খন্দকার, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক সহ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com