রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি॥
জামালপুরের ইসলামপুরে পৌর শহরের ব্যাপারীপাড়া মোড়ে আওয়ামী লীগ প্রার্থী ফরিদুল হক খান দুলালের নির্বাচনী প্রচারনা কার্যালয় নির্বাচনী কার্যালয় অগ্নিসংযোগ করে। একই সময় বিএনপির সমর্থকরা সভুকুড়া ব্রিজ মোড়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
এ ঘটনায় মামলার পর পুলিশ ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ চারজনকে গ্রেফতার করেছে।
ইসলামপুর থানার ওসি মো. আসলাম হোসেন জানান, রোববার রাতে বিএনপির সমর্থকরা পৌর এলাকার ব্যাপারীপাড়া মোড়ে নৌকা মার্কার একটি নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। কার্যালয়টি ভাঙচুর করে আগুন দেয়। একই সময় সভুকুড়া ব্রিজ মোড়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় বিএনপির সমর্থকরা। রাতেই উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুলসহ ৩১ জনকে আসামী করে একটি মামলা দেন ব্যাপারীপাড়ার ইসলাম হোসেন। মামলার পর বিপুলসহ চারজনকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি আসলাম।