রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

ইসলামপুরে নারী দিবস উপলক্ষে মানববন্ধন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি::

সবাই মিলে ভাবো নতুন কিছু কর,নারী পূরুষ সমতার,নতুন বিশ্ব গড়ো এই আলোকে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর আয়োজনে স্বাবলম্বী উন্নয়ন সমিতি আস্থা প্রকল্প ইসলামপুরের সহযোগীতায়,ইউএনএফপিএ এর অর্থায়নে আইন শালিস কেন্দ্র সহায়তায় উপজেলা পরিষদ চত্তরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নেছা মনি, অফিসার ইনচার্জ আসলাম হোসেন, উপজেলা প্রকৌশলী আমিনুর হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, স্বাবলম্বি উন্নয়ন সমিতির এসএমও সুখরঞ্জন পাল,কেস ম্যানেজার নার্গিস আরিফা প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি এতে অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com