রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি::
জামালপুরের ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজারের তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পৌর শহরের ধর্মকুড়া বাজারের রুহুলের মার্কেটের জয়নাল আবেদীনের তুলার কারখানায় এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটনা ঘটে। এতে কারখানার সকল জিনিসপত্র গোদামঘর সহ তিনটি ঘর ভূস্মিভুত হয়ে যায়।
জানা গেছে, গোদামঘর সহ তিনটি ঘর ভূস্মিভুত হয়ে ১৫হর্স পাওয়ার মটর দুইটি, তুলার বস্তা ৪শ টি ও জুট বস্তা সহ প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিক ভাবে ধারণা করছে। ফায়ার সার্ভিসের ইসলামপুর দেওয়ানগঞ্জ, ও মেলান্দহ উপজেলার ৩টি ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আঃ গনি জানান, তুলার দোকানে অগ্নিকান্ডে তিনটি ঘর ভূস্মিভুত হয়েছে। তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে এনেছি। তবে ৭ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক প্রাননাথ সাহা বলেন, কি কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা বলা সম্ভব হচ্ছে না। তদন্তের পর বলা যাবে। তবে সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।