সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

ইসলামপুরে জুয়া ও অশ্লীল যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দিল পুলিশ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥

যমুনার প্রত্যন্ত অঞ্চল জামালপুরের ইসলামপুরে ও গাইবান্ধা জেলার সাঘাটা থানার সীমান্তবর্তী যমুনার চরাঞ্চলে সাপধরী ইউনিয়নের কালিরচর গ্রাম ও মুক্তির বাজার, বেলগাছা ইউনিয়নের প্রজাপতি গ্রাম এলাকার ৩টি স্পটে দীর্ঘদিন থেকে প্যান্ডেল বানিয়ে অশ্লীল নৃত্য, জুয়া ও মাদকের জমজমাট আসর চলে আসছিল।

এ খবরে ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান ও ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে জুয়া ও অশ্লীল নৃত্যের প্যান্ডেল পুড়িয়ে দেন।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন থেকে যমুনার চরাঞ্চলের এসব এলাকায় অশ্লীল নৃত্য, জুয়া, মাদকসহ বিভিন্ন অপকর্ম চলে আসছিল। এতে করে এলাকার যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছাসহ চোরের উপদ্রুপ বৃদ্ধি পায়। এ খবরে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিযান চালিয়ে প্যান্ডেল পুড়িয়ে দিয়েছে।

এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, সংবাদের ভিত্তিতে সারাদিন অভিযান চালিয়ে ৩টি স্পটে প্যান্ডেল পুড়িয়ে দেয়া হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সকলেই সটকে পড়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com