বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

ইসলামপুরে জমি দখলের অপপ্রচারের প্রতিবাদে কাউন্সিলরের সংবাদ সম্মেলন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি:: জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে জমি দখলের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী যুব লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর মোহন মিয়া।

বুধবার দুপুরে ইসলামপুর প্রেসক্লাবে মিলানায়তনে এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কাউন্সিলর মোহন মিয়া অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রি মহল মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করেছে।

এছাড়াও বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ তোলেও অপপ্রচার করছে। আমি কাউকে মারধর ও জমি দখল করিনি। আমার ক্রয়কৃত জমি চিহ্নিত করায় একটি মহল রাজনৈতিক ভাবে আমাকে হেয় করছে।

এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের সরজমিনে তদন্ত করে নিরপেক্ষ একটি প্রতিবেদন করার জন্য অনুরোধ করেন। সম্মেলনে পৌরসভা প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবু, কাউন্সিলর খাজা আব্দুল্লাহ, সফিক মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com