মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥
তৃণমূল পর্যায়ে সাংগঠনিক অবকাঠামো জোরদার করার লক্ষে জামালপুরের ইসলামপুর চিনাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার দিনব্যাপী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
চিনাডুলী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মফিজদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস,এস মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-জামালপুর ও শেরপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন চান উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জামান আব্দুন নাসের বাবুল, ইসলামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহাম্মেদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছাবিনা ইয়াসমিন প্রমূখ। সম্মেলনে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃকর্মী অংশ নেয়।
সম্মেলনে একাধিক প্রার্থীর মধ্যে আগামী তিন বছরের জন্য নাজমূল ইসলাম নাজির কে সভাপতি ও সলিমুল্লাহ বাদশা মেম্বারকে সাধারণ সম্পাদক পদে ঘোষনা করা হয়েছে।