মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের ইসলামপুরে নৌকা প্রার্থী মাকছুদুর আনছারীকে বিজয় করার লক্ষ্যে ১০নং গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নাপিতেরচর বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম। তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
সাবেক চেয়ারম্যান গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আঃ কুদ্দুস আলী, আঃ সামাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল হক জুয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক আলহাজ মিয়াসহ অন্যন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা আসন্ন ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থী মাকছুদুর রহমান আনছারীকে বিজয় করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।
এতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।