রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥
জামালপুরের ইসলামপুরে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
রবিবার রাতে পৌর শহরের বেপারী পাড়া গ্রামে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল এই ত্রাণ সামগ্রী তুলে দেন।
উপজেলা প্রশাসন আয়োজনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ৪শত পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল কেজি আলু ৫শগ্রাম ডাল, আধাকেজি পেয়াজ,আধা লিটার তেল ও আধা কেজি লবন দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামী লীগের য্গ্মু সম্পাদক উপাদক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ,প্যানেল মেয়র অংকন কর্মকার,উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ প্রমূখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল বলেন, এই দূর্যোগ মুহুর্তে আমরা কর্মহীন ও অসহায় পরিবারদের ঘরে ঘরে খাবার পৌছে দেওয়ার চেস্টা করছি। যাতে কেউ ক্ষুদার যন্ত্রনায় না থাকে। এই মহামারীতে সকলের সহযোগীতায় কামনা করছি।