রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

ইসলামপুরে করোনা সন্দেহে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥

জামালপুরের ইসলামপুরে করোনা ভাইরাস সন্দেহে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ বিভাগ। চর পুটিমারী ইউনিয়নের চিনারচর গ্রামের ঠান্ডা কাশি জনিত কারণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানায় এলাকাবাসী। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহের রিপোর্ট এখনো হাতে না পাওয়ায় বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার বিকালে ৩জনের নমুনা সংগ্রহ করে পাঠানো তথ্য হাতে পায়নি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তাহের জানিয়েছে। এ যাবৎ উপজেলার ১৬জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা। নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো ১৩জন আক্রান্ত নয় বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, করোনাভাইরাস সন্দেহে খবর পাওয়া মাত্রই তার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত সবগুলোর নেগেটিভ এসেছে। আতঙ্কের কিছু নেই সবাই একটু সচেতন হলে আমাদের এই মরনব্যাধী ভাইরাস প্রতিরোধ করতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com