রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥
জামালপুরের ইসলামপুরে কৃষি যন্ত্রপাতিতে সরকারি ভর্তুকি আওতায় এসিআই কম্বাইন হারভেস্টার মেশিনে কৃষকদের ধানকাটা-মাড়াই শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল।
আজ বৃহস্পতিবার শহরের দরিয়াবাদে কৃষি অফিস থেকে প্রাপ্ত ময়দান আলীর ধানকাটা মেশিনটি দিয়ে কৃষক আবু বক্করের ধান কেটে শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সরকার, কৃষকলীগ সভাপতি তাছির উদ্দিন, কাউন্সিলর মোহন মিয়া প্রমূখ।
উল্লেখ যে, এ উপজেলায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের সরকারি ভর্তুকি আওতায় প্রাপ্ত ৫টি ধান কাটা কম্বাইন হারভেস্টার মেশিন কৃষকদের দেওয়া হয়েছে। প্রতিটি মেশিনের ক্রয়ের দাম পড়েছে ২৯ লক্ষ ৫০০ টাকা তন্মধ্যে ১৪ লক্ষ টাকা ভর্তৃকি দিয়েছে সরকার। ৪ লক্ষ টাকা নগদ আর বাকী টাকায় যন্ত্রের মালিক কৃষক কিস্তিতে দিয়ে কৃষকের ধান কাটবে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এই ধান কাটা কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কৃষকরা শ্রম মূল্যের চেয়ে কম খরচে শতাংশ মাত্র ৬০ টাকায় তাদের ধান কাটা-মাড়াই করতে পারবে।