মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥
জামালপুরের ইসলামপুরে শহর যুবলীগের ৮ ও ৯ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় মোশারফগঞ্জ স্টেশন মাঠে ৮ ও ৯নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে উৎসব মূখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ইসলামপুরের উন্নয়নের কর্মবীর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। শহর যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান লাজু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, জেলা আওয়ামী সদস্য জাবেদ মোশারফ রুপক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপাধক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, শ্রম সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর, সাধারণ সম্পাদক অংকন কর্মকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক আলআমিন মিয়া প্রমূখ।
সম্মেলনে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী অংশ নেয়। পরে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ৮নং ওয়ার্ডের আহসান হাবীব হিরাকে সভাপতি ও শিপন মিয়াকে সাধারণ সম্পাদক এবং ৯নং ওয়ার্ডের আলিফ হোসেন আনিছকে সভাপতি ও সাহেব মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।