রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি::
জামালপুর ইসলামপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। এবারে পরিষদ র্নিাবচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী এ্যাড. জামান আবদুন নাছের বাবুল নৌকা প্রতিকের সাথে বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক জিয়া আনারস প্রতিক নিয়ে প্রতিদন্ডিতা করছেন।
অন্যদিকে জাতীয় পার্টির দলীয় সমর্থন নিয়ে জাপা মনোনিত চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাদল লাঙ্গল প্রতিক নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
এছাড়াও দলের কোন সিন্ধান্ত না থাকায় ভাইস চেয়ারম্যান পদ উম্মোক্ত থেকেই উপজেলায় আওয়ামীলীগের ভাইস চেয়ারম্যান পদে এক হালি প্রার্থী আব্দুল বারী(তালা), মজিবর রহমান শাহজাহান(চশমা), আব্দুল খালেক আকন্দ (টিউবওয়েল) মার্কা ও ফারুক ইকবাল হিরু (মাইক) নিজেদের মধ্যে জনপ্রিয়তা যাচাইয়ে লড়াইয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। অপরদিকে জাতীয় পার্টি মনোনীত ভাইস চেয়ারম্যান পদে (লাঙ্গল) প্রতীকে হামিদুলøাহ রয়েছেন।
অন্যদিকে, আওয়ামীলীগের স্থানীয় সিদ্ধান্তে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোজিনা আক্তার চায়না একক প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে সুভিধাজনক অবস্থায় রয়েছেন। যদিও এ পদে উপজেলা জাতীয় পার্টির মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান পদে (লাঙ্গল প্রতীকে) আনিছা আক্তার রত্না প্রতিদন্ডিতায় রয়েছেন। এ নির্বাচনে বিএনপির অংশ না নিলেও জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রধান প্রতিদন্ডিতায় রয়েছেন। এদিকে আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ইতোমধ্যে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক পৌর মেয়র জিয়াউল হক জিয়া দল থেকে সাময়িক বহিস্কার হয়েছেন। অন্যদিকে আওয়ামীলীগের দলীয় মনোনিত চেয়ারম্যান প্রার্থী এস.এম.জামাল আব্দুন নাছের বাবুল জানান,জননেত্রী শেখ হাসিনা আমাকে উপজেলা পারিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকা দিয়েছেন। আমি সবার সহযোগিতায় নির্বাচনে জয়ী হয়ে উপজেলা বাসীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রæতি ব্যক্ত করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ২১ হাজার ২৪৫জন। আগামীয় ১০মার্চ প্রথম ধাপের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে চলছে শেষ মুহুর্তের প্রচার প্রচারণার কাজ। শেষ মুহুর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী সহ কর্মীরা। সর্বত্রই আলোচনা ঝড় বইছে কে হচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। তবে চলমান উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে যোগ্যপ্রার্থীকেই বেছে নেবেন বলে উপজেলার বিভিন্ন এলাকার ভোটাররা জানান।