রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি::
জামালপুরের ইসলামপুর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের দাখিলকৃত সকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আহমেদ কবীর।
মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিকেলে সকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন-চেয়ারম্যান পদে আ‘লীগ মনোনীত উপজেলা আ‘লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামাল আব্দুন নাসের বাবুল, স্বতন্ত্র প্রার্থী জেলা আ.লীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, জাতীয় পার্টির মশিউর রহমান বাদল, ভাইস চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মজিবর রহমান শাহজাহান, আব্দুল বারী মাষ্টার, অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ, ফারুক ইকবাল হিরু, হামিদুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাশেদা বেগম, রুজিনা আক্তার চায়না, আঞ্জুমানআরা ও মোছাঃ আনিছা বেগম।