বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥
জামালপুরের ইসলামপুরে চাঞ্চল্যকর ইদ্রিস আলী হত্যাকান্ডের ১৯ দিনের মাথায় আসামী গ্রেফতার ও রহস্য উদঘাটন করেছে পুলিশ। ইদ্রিস আলীকে নিজ চাচা বল্লম দ্বারা ঘা মারলে গলার শ্বাসনালিতে ছিদ্র হয়ে মারা যায়। এ ঘটনায় ছোট ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে চাচা জালাল উদ্দিন সহ ৮ জনের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন।
জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন উপজেলার চর পটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর আকন্দপাড়া গ্রামে মৃত আঃ করিমের পুত্র ইদ্রিস আলী(২৫) চাচা জালাল উদ্দিনের নিকট পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা জালাল হত্যার উদ্দেশ্যে ইদ্রিস আলীর গলায় ঘা মারলে গলার শ্বাসনালীতে ছিদ্রযুক্ত রক্তাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া ও অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, হত্যা মামলাটি রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। ডিগ্রীরচর তদন্ত কেন্দ্রের এসআ্ই রফিকুল ইসলাম অনুসন্ধানে ১ ও ২নং আসামী জালাল উদ্দিন ও আসমত আলীকে ময়মনসিংহ জেলার কতোয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
নিহতের চাচা জালাল উদ্দিন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, নিজ বাড়ীতে পাওয়া টাকা বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে বাঁশের তৈরি হলঙ্গা দ্বারা ভাতিজা ইদ্রিসকে শ্বাসনালিতে আঘাত করলে ছিদ্রযুক্ত হয়ে মারা যায়। দোষ স্বীকারোক্তি মূলক চাচার জবানবন্দিতে নির্মম হত্যাকান্ডের রহস্য উন্মোচিত হয়।