মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:১১ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥
জামালপুরের ইসলামপুরে চর গোয়ালীনি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ডিগ্রীর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের আয়োজনে উৎসব মূখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আ’লীগের সভাপতি আলীনুর ইসলামের সভাপতিত্বে উদ্বোধন করেন- উপজেলা আ’লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল এমপি। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল আমিন চাঁন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক এড. জামাল আব্দুন নাসের বাবুল।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সহ-সভাপতি মুজিবুর রহমান শাজাহান, হাবিবুর রহমান চৌধুরী,আঃ রাজ্জাক লাল মিয়া,যুগ্ম সম্পাদক উপাধক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, শ্রম সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর, সাধারণ সম্পাদক অংকন কর্মকার সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে নুর ভক্ত দুদু মোল্লাকে সভাপতি ও আঃ হালিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।