রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

ইসলামপুরে আ’লীগের উদ্যোগে ত্রানসামগ্রী বিতরন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥

জামালপুরের ইসলামপুরে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ।

শনিবার সন্ধ্যায় উপজেলা নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা ও হাড়গিলা স্ক’ল মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রানসামগ্রী তুলে দেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

উপজেলা আওয়ামী লীগের অর্থায়নে নোয়ারপাড়া ইউনিয়নে ৯শত পরিবারের মাঝে জনপ্রতি ৫ কেজি চাল, ৫শ গ্রাম ডাল, ৫শ গ্রাম লবন ও একটা সাবান দেওয়া হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড আঃ সালাম, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম,দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ।

এছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোলায়মান হোসেন,সুরুজ্জামান সুরুজ,শিক্ষক রেজাউল করিম, ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইদুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বলেন, এই দূর্যোগ মুহুর্তে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা অসহায়দের পাশে রয়েছি। দলীয় উদ্যোগে বিভিন্ন এলাকার সল্প আয়ের মানুষের মাঝে বিতরণ করছি। সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com