রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥
জামালপুরের ইসলামপুরে গুঠাইল বাজারের তিনটি গুদাম থেকে ১৯ হাজার ৪০০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান অভিযান চালিয়ে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার গিলাবাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে মোয়াজ্জেম ও বাকু শেখের পুত্র মোশারফের গুদাম থেকে ৯ হাজার ২শ ৫০ কেজি এবং বাবু মিয়ার পুত্র নন্দু শেখের গুদাম থেকে ৪ হাজার ৯শ ৫০ কেজি ও বেলগাছা ইউনিয়নের আহালু শেখের পুত্র শাহ আলীর গুদাম থেকে ৫ হাজার ২শ কেজি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত চাল ইসলামপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা উপস্থিত থেকে কালো বাজারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনা আক্তার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, ওসি তদন্ত আনছার উদ্দিন উপস্থিত ছিলেন।
ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান, গতকাল রবিবার ৯৭ বস্তা চাল উদ্ধারে দুজনের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা হয়েছে। আজকের উদ্ধারেও এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে।