রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
জামালপুর প্রতিনিধি:: “দুর্যোগ আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্তর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিসের মহরা শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এতে পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, পৌর মেয়র আঃ কাদের শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, আঃ খালেক আকন্দ, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, কমান্ডার মানিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, চেয়ারম্যান রুমান হাসান, উপজেলা যুব মহিলা লীগ সভাপতি আবিদা সুলতানা যুথী, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাসহ পারি, ওয়াল্ডভিশনসহ বিভিন্ন এনজিও কর্মীরা অংশ নেয়।