মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন

ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদন্ড

জামালপুর প্রতিনিধি॥ ভ্রাম্যমান আদালতের অভিযানে জামালপুরের ইসলামপুরে মেজর খালেদ মোশাররফ ব্রীজের নিকটস্থানে সভুকুড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে খোকন (৩০), ওবাইদুল্লাহ (২২) ও রোকন মিয়াকে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও একটি মাহিন্দ্র ট্রাক জব্দ, ২টি ড্রেজার মেশিনের ৪৫টি পাইপ ধ্বংস করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোকনুজ্জামান খান এ অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মেজর খালেদ মোশাররফ ব্রীজের নিকটস্থানে সভুকুড়া এলাকায় নদী থেকে বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোকনুজ্জামান খান আকস্মিক অভিযান চালান। এ সময় ভ্রাম্যমান আদালত অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দক্ষিণ ধর্মকুড়া গ্রামের জয়নাল শেখের পুত্র খোকন (৩০), নোয়ারপাড়া গ্রামের সোহরাব আলীর পুত্র ওবাইদুল্লাহ (২২) ও গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রামের আব্দুল করিমের পুত্র রোকন মিয়া (২০)কে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ১৫দিনের কারাদন্ড দিয়ে রাতেই তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

এছাড়াও গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা এলাকায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন করার ১৫টি সার্ভিস পাইপ এবং উত্তর সিরাজাবাদ এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে ৩০টি সার্ভিস পাইপ ধ্বংস করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com