বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

ইসলামপুরে অতিতের সবচেয়ে ভয়াবহ বন্যা, ২ লাখ মানুষ পানিবন্দি, নিহত ১

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥

যমুনার পানি অতিতের রেকর্ড ভঙ্গ করে বিপদসীমার ১৫৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১৯৮৮ সালে ১২১ সেন্টিমিটার এবং ১৭ সালে ১৩৪ সেন্টিমিটার পানির রেকর্ড ভেঙে বর্তমানে জামালপুরের ইসলামপুরে বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট এলাকার পানি বিপদসীমার ১৫৬ সেন্টিমিটার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যায় ভয়াবহ রূপ নিয়েছে উপজেলার ১২টি ইউনিয়ন সহ পৌরসভা জুড়েই। এতেকরে প্রায় ২লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রেল যোগাযোগ বন্ধা ঘোষনা করা হয়েছে।

তীব্র স্রোতে চিনাডুলী ইউনিয়নের দেওয়ান পাড়া, ডেবরাইপ্যাচ, বেলগাছা ইউনিয়নের মন্নিয়ার চর, বরুল, নোয়ার পাড়ার বৌশেরগড়সহ প্রায় দুইধিক বসতভিটা ভেঙে গেছে। ক্ষতিগ্রস্থরা উঁচুজায়গায় আশ্রয় নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এছাড়াও বন্যা কবলিত মানুষরা বাড়ি-ঘর ছেড়ে গৃহপালিত হাঁস-মুরগী ও গবাদি পশু নিয়ে বিভিন্ন সড়কে খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে। এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ বিশুদ্ধ খাবার পানি ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। আঞ্চলিক সড়কগুলোতে পানি উঠায় উপজেলা থেকে পশ্চিমাঞ্চলের ৬টি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রেল লাইনে পানি উঠায় ঝুঁকি নিয়ে রেল চলছে। ইতিমধ্যে ইসলামপুরের ১১০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। পাথর্শী ইউনিয়নে শশারিয়াবাড়ি যমুনার বাম তীর বাঁধ ভেঙ্গে পুরো ইউনিয়নের মানুষ পানি বন্দি হয়েছে।

উপজেলার চিনাডুলি ইউনিয়নের দক্ষিণ চিনাডুলি, দেওয়ানপাড়া, ডেবরাইপেচ, বলিয়াদহ, সিংভাঙ্গা, পশ্চিম বামনা, পূর্ববামনা, গিলাবাড়ী, সাপধরী ইউনিয়নের আকন্দ পাড়া, পশ্চিম চেঙ্গানিয়া, পূর্ব চেঙ্গানিয়া, কাশাড়ীডোবার, কুলকান্দি ইউনিয়নের বেড়কুসা, টিনেরচর, সেন্দুরতলী, মিয়াপাড়া, বেলাগাছা ইউনিয়নের কাছিমারচর, দেলীপাড়, গুঠাইল, পাথর্শী ইউনিয়নের শশারিয়াবাড়ী, মোরাদাবাদ, মুকশিমলা, হাড়িয়াবাড়ী পশ্চিম মুজাআটা, নোয়ারপাড়া ইউনিয়নের ওলিয়া, রামভদ্রা, কাজলা, পলবান্ধা ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর, মরাকান্দি, সিরাজাবাদ, চরবাটিকামারী জনপদের বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।

কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, এখন পর্যন্ত ১৯০ মেট্রিক টন চাল ও ৪০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ হয়েছে,১৮টি ফ্লাড সেল্টারে বন্যা কবলিত মানুষরা আশ্রয় নিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, বন্যার পানিতে ইসলামপুরের সাপধরী, চিনাডুলি, বেলগাছা, কুলকান্দি, নোয়ারপাড়া, পাথর্শী, ইসলামপুর সদর ও পলবান্ধা ইউনিয়নগুলোর ল্ক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছে বলে জানিয়েছে। মঙ্গলবার দুপুরে বন্যার পানিতে পড়ে গোয়ালেরচর ইউনিয়নের মালমারা গ্রামের ফারুক মিয়ার পুত্র আব্দুল্লাহ(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com