রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

ইসলমাপুরে এইচ আর খান স্মৃতি সংঘের কম্বল বিতরন

জামালপুর প্রতিনিধি::

জামালপুরের ইসলামপুর যমুনার দূর্গম চরাঞ্চলের শীতার্তদের মাঝে এইচ আর খান স্মৃতি সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

সোমবার দিনব্যাপী উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়ার চর ও বরুল,শিলদহ গ্রামের অসহায় পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরন করা হয়।

এ সময় বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক, উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সহ ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগের নেতকর্মী ও স্মৃতি সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিতরন কালে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে মরহুম হাবিবুর রহমান খানের রুহের মাগফেতার কামনা করেন। এ সময় দূর্গম চরাঞ্চলের সাধারন মানুষ সন্তুষ্টি প্রকাশ করে বলেন মরহুম এইচ আর খান একজন ভাল মানুষ ছিলেন। মানব সেবায় তিনি প্রতিটি ক্ষন নিয়োজিত ছিলেন। আমরা তার কাছ থেকে ইসলামপুর গিয়ে অনেক সহযোগীতা পেয়েছি।

উল্লেখ্য, যে মরহুম হাবিবুর রহমান খান(এইচ আর খান) ইসলামপুরের মাটি ও মানুষের নেতা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলালের পিতা ছিলেন। তিনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগনের সেবা করে গেছেন। তারি ধারাবাহিকতায় ইসলামপুর বাসী তার বড় সন্তান ফরিদুল হক খান দুলাল একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তিনবার এমপি নির্বাচিত হয়ে ইসলামপুরবাসীর উন্নয়নের জন্য প্রতি নিয়তই কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com