সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

ইরাকের সোনা জয় হলো না রোমান সানার

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ইরাকের সুলায়মানিয়াহয় এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং (স্টেজ-২) প্রতিযোগিতায় ১১ মে বুধবার রিকার্ভ ইভেন্টে স্বর্ণ পদক জয়ের আশা বুক বেধেছিলেন আরচাররা। আগের দিন কম্পাউন্ড ইভেন্টে একটি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জ পদক জয় করেছিল বাংলাদেশ।

তবে সেই আশা পূরণ হলো না। ইরাকের সুলাইমানিয়া শহরে আশা পূরণ করতে পারলেন না দেশের অন্যতম সেরা আর্চার রোমান সানা। ভারতের মৃনাল চৌহানের কাছে হেরে, রৌপ্য পদক নিয়ে ফিরতে হচ্ছে তাকে।

রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে চারটি ইভেন্টের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। আশা জেগেছিল চার সোনা জয়ের। কিন্তু শিরোপা লড়াইয়ে পেরে উঠলেন না রোমান সানা, দিয়া সিদ্দিকীরা। দলীয় ও ব্যক্তিগত মিলিয়ে চার ইভেন্টেই রুপা পেয়েছে বাংলাদেশ। ৪টি সিলভার ও ৪টি ব্রোঞ্জ মেডেল অর্জন।

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং (স্টেজ-২) ১১ মে বুধবার রিকার্ভ পুরুষ এককের ফাইনালের ভারতের মৃণাল চৌহানের বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে হেরে যান রোমান।

২৮-২৬ পয়েন্টে প্রথম সেট হারের পরের দুই সেটে জমজমাট লড়াই করে ২৬-২৬, ২৭-২৭ ড্র করেছিলেন। কিন্তু চতুর্থ সেটে উড়ে যান ২৯-২৫ পয়েন্টে।

রিকার্ভ মহিলা একক ইভেন্টে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৭-১ সেটে নিজ দেশের বিউটি রায়কে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন। বাংলাদেশ আরচ্যারী দল সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। রিকার্ভ মেয়েদের এককের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচের দুই প্রতিযোগীই ছিল বাংলাদেশের।

একই দিনে পুরুষ দলগত রিকার্ভের ফাইনালে ভারতের কাছে ৫-১ সেট পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। প্রথম সেটে ৫৫-৫৫ সমতায় শেষ; দ্বিতীয় সেট দল হেরে যায় ৫৫-৫৭ পয়েন্টে। তৃতীয় সেটেও ঘুরে দাঁড়াতে পারেন আব্দুর রহমান আলিফ, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রোমান সানাকে নিয়ে গড়া বাংলাদেশ দল। হেরে যায় ৫৬-৫৪ পয়েন্টে।

মেয়েদের দলগত রিকার্ভে ভারতের কাছে ফাইনালে ৫-৪ সেট পয়েন্টে হেরে রুপা পায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন নাসরিন আক্তার, বিউটি রায় ও দিয়া সিদ্দিকী।

প্রথম সেটে জমজমাট লড়াইয়ের পর ৫৩-৫২ পয়েন্টে জিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে ৫৪-৫০ ব্যবধানে সমতা ফেরানো ভারত তৃতীয় সেট ৫৫-৫১ পয়েন্টে জিতে এগিয়ে যায়। চতুর্থ সেটে ঘুরে ৫১-৪৭ পয়েন্টে জিতে ৪-৪ সেট পয়েন্টে সমতা ফেরালেও পঞ্চম সেটে হেরে যায় বাংলাদেশ।

মঙ্গলবার কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে ভারতের কাছে ২২৪-২১৮ স্কোরে হেরে রুপা পায় বাংলাদেশ। একই দিনে কম্পাউন্ড মহিলা দলগত, কম্পাউন্ড মিশ্র দলগত ও কম্পাউন্ড মহিলা এককে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ।

ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে ইরাকের এই প্রতিযোগিতায় বাংলাদেশ পেয়েছে ৪টি করে রুপা ও ব্রোঞ্জ।

বাংলাদেশ আরচ্যারী দল আগামী ১৩ মে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কাতার এয়ারওয়েজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com