সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় অন্তত দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ইয়েমেনি কর্মকর্তারা এই হতাহতের খবর নিশ্চিত করেছেন।

রবিবার (২৪ আগস্ট) এই হামলায় সানার হাজেজ বিদ্যুৎ কেন্দ্র এবং একটি বেসামরিক জ্বালানি স্থাপনা লক্ষ্য করে বোমা ফেলা হয়। হুথি পরিচালিত আল মাসিরাহ টিভির প্রতিবেদন অনুযায়ী, হামলার পর রাজধানীর বড় একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বোমা হামলার পর সানার আকাশ কালো ধোঁয়া আর আগুনের শিখায় ঢেকে গেছে।

হামলার ব্যাপারে ইসরায়েল দাবি করেছে, তারা সানার প্রেসিডেন্ট প্রাসাদকেও লক্ষ্যবস্তু করেছে। তাদের মতে, এটি একটি সামরিক কমপ্লেক্সের অংশ।

ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন এই হামলাকে ‘জঘন্য যুদ্ধাপরাধ’ এবং দেশের সার্বভৌমত্বের ওপর ‘নির্লজ্জ লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে হুথি কর্মকর্তারা বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে, যাতে জনগণের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়।

আনসারুল্লাহ আরও জানায়, আমেরিকার মদদে ইসরায়েল আরব ও মুসলিম দেশগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ চালাচ্ছে। তবে এই হামলা গাজার প্রতি ইয়েমেনের সমর্থনকে দমাতে পারবে না। হুথির জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি বলেন, ‘যত বাধাই আসুক না কেন, গাজার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com