বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

ইয়ামি ও পরিচালক আদিত্য ধর দম্পতির প্রথম সন্তান

বিনোদন ডেস্ক ॥
গত ১০ মে মুম্বাইয়ের সুরিয়া হাসপাতালে সন্তানের জন্ম দেন ৩৫ বছর বয়সি অভিনেত্রী ইয়ামি। পরিচালক আদিত্য ধর ও ইয়ামি দম্পতির এটি প্রথম সন্তান। প্রথমবারের মতো পুত্র সন্তানের মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম।

সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে পুত্র সন্তানের মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। ইয়ামি গৌতম ও আদিত্য ধর দম্পতি ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমাদের ঘরে পুত্রসন্তানের আগমন ঘটেছে। অদ্ভুত এক রোমাঞ্চ নিয়ে খবরটি আপনাদের সঙ্গে ভাগাভাগি করছি।’

এই দম্পতি আরও বলেন, ‘অভিভাবক হিসাবে এই জার্নি শুরুর সঙ্গে সঙ্গে আমাদের আশা আমাদের ছেলের ভবিষ্যত উজ্জ্বল হবে। ওর জীবনের প্রত্যেক মাইলস্টোন আমাদের বিশ্বাসকে মজবুত করবে যে আমাদের পরিবারের জন্য এবং মাতৃভূমির সুযোগ্য পুত্র হয়ে উঠবে।’

ইয়ামি ও আদিত্যর ছেলের নামের সঙ্গে জুড়ে রয়েছে হিন্দুধর্মের সবচেয়ে প্রাচীন গ্রন্থ বেদের নাম। বেদাবিদ সংস্কৃত শব্দ। এর অর্থ বেদের বিদ (বিদ্যান) অর্থাৎ যে পুরুষ বেদ সম্পর্কে জ্ঞানী তিনিই বেদাবিদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com