বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

ইফতার বিতরণের নামে কোনো চাঁদাবাজি চলবে না -খন্দকার আবু আশফাক

ইফতার বিতরণের নামে কোনো চাঁদাবাজি চলবে না ইফতার বিতরণের নামে কোনো চাঁদাবাজি চলবে না

নিজস্ব প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কোনো ইফতার পার্টি নয়। সেই অর্থ দিয়ে গরীব ও দারিদ্র মানুষের পাশে দাড়াতে হবে। সেই কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বিকেল তিনটায় দোহারের নিকরা বেপারী বাড়ি চত্বরে যুবদলের আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি নেতা ও ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক এ কথা বলেন।

যুবদলের ঢাকা জেলা জেষ্ঠ্য সহসভাপতি আবুল হাশেমের সভপতিত্বে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আশফাক আরো বলেন, ইফতারের নামে বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে চলতে হবে। রোজা এবং ঈদে গ্রামের সাধারণ মানুষের পাশে দাড়াতে হবে।

দ্রব্যমূল্যের দাম বেড়েছে। সাধারণ মানুষ কষ্টে আছে। স্বৈারচার আওয়ামীলীগের আমলে মানুষ কথা বলতে পারেনি। এখন কিন্তু তাঁদের প্রতিবাদের সময় এসেছে। সরকারকে সে বিষয়ে চিন্তা করে দ্রুত নিবার্চন দিয়ে জনতার প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা জরুরী।

তিনি পুলিশের ভূমিকা নিয়ে বলেন, পুলিশ জনগণকে অহেতুক হয়রানি করলে তার জবাব দিতে হবে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে যেন গ্রেপ্তার বা আটক করা না হয়।

অনুষ্ঠানে যুবদলের পক্ষে আবুল হাশেম বেপারী তার ব্যক্তিগত তহবিল হতে সুতারপাড়া ও পৌর এলাকার এক হাজার নারী পুরুষকে ইফতার সামগ্রী বিতরন করেন। এতে তেল, সেমাই, চিনি, মুড়ি, ছোলাসহ ১১ রকমের পণ্য ছিলো।

অনুষ্ঠানে আরো ্উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেণ্টু ভূইয়া, বিএনপি নেতা নুরুল ইসলাম বেপারী, এরশাদ আল মামুন, খন্দকার আবু শফিক মসুদ, জাহাঙ্গীর বেপারী, মিজানুর রহমান, প্রকৌশলী রেজাউল খান, নারী নেত্রী শম্পা মরিয়ম, মিনু আক্তার, যুবদল নেতা তানভির নিশু, জহিরুল আলম, রুবিনা রাজ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com