শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

ইফতার পার্টিতে প্রাক্তন প্রেমিক জুটি সালমান-ইউলিয়া

বিনোদন ডেস্ক:: বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। ব্যক্তিগত জীবনে অনেক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে তার। এ তালিকায় রয়েছেন রোমানিয়ান মডেল ও উপস্থাপিকা ইউলিয়া ভান্তুর। গুঞ্জন রয়েছে, তাদের প্রেম ভেঙে গেছে। এবার ইফতার পার্টিতে যোগ দিয়ে ফের আলোচনায় এই প্রাক্তন প্রেমিক যুগল।

এনডিটিভির তথ্য অনুসারে, বলিউডের ইফতার পার্টির প্রসঙ্গ উঠলে, সবার আগে বাবা সিদ্দিকির নাম মাথায় আসে। প্রতিবার প্রভাবশালীর এই ইফতারের আসরে উপস্থিত হন বলিউডের তাবড়-তাবড় তারকারা। এবারো তার ব্যত্যয় ঘটেনি। গতকাল রাতে মুম্বাইয়ে আয়োজিত এই পার্টিতে হাজির হয়ে আলোচনার জন্ম দিয়েছেন সালমান খান ও ইউলিয়া ভান্তুর। যদিও তারা আলাদা আলাদাভাবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং বেরিয়ে যান।

ইফতার পার্টিতে সালমান খানের পরিবারের একঝাঁক সদস্য উপস্থিত হয়েছিলেন। এ তালিকায় রয়েছেন— অর্পিতা খান শর্মা ও আয়ুশ শর্মা, সালমানের বড় বোন আলভিরা, ভগ্নিপতি অতুল, সোহেল খানের বড় ছেলে নির্বাণ।

বলিউডের অন্য তারকাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন প্রীতি জিনতা, শিল্পা শেঠি, জারিন খান, হুমা কোরেশি, ইমরান হাশমিসহ একঝাঁক তারকা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com