মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: দক্ষিণ আফ্রিকার মাঠে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের। আর এ ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ২৭৪ রান।
ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে সমিল্লিত বোলিং তোপে স্বাগতিকদের ২০৪ রানে থামিয়ে দিয়েছে টাইগাররা। প্রথম ইনিংসের ৬৯ রানের লিডসহ বাংলাদেশের সামনে ২৭৪ রানের লক্ষ্য দিলো স্বাগতিকরা।
এর আগে দক্ষিণ আফ্রিকায় কোনো ওয়ানডে জয়ের স্মৃতি ছিল না বাংলাদেশ দলের। এবার প্রোটিয়াদের হারিয়ে তাদের ঘরের মাঠে ম্যাচের সাথে এক দিনের ফরম্যাটের সিরিজও জিতে নিয়েছে টাইগাররা। পঞ্চাশ ওভারের ফরম্যাটের পর এবার টেস্ট সিরিজের লড়াই।
ডরবানে টস হেরে প্রথমে ব্যাট করে ৩৬৭ রান করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়ের (১৩৭) দুর্দান্ত সেঞ্চুরিতে ২৯৮ রান করে বাংলাদেশ।
৬৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে তারা।