রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:: অবৈধভাবে সমুদ্রপথে ইতালী যাওয়ার সময় ভূমধ্যসাগরে প্রচন্ড ঠান্ডায় মারা যাওয়া ইমরান হাওলাদারের মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুর সদরের পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। পশ্চিম পেয়ারপুর গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে।
শুক্রবার সকালে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দের থেকে অ্যাম্বুলেন্সে ইমরানের মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। পরে মরদেহ একনজর দেখতে ভীড় করেন পাড়াপ্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ইমরানকে। সমবেদনা জানাতে ছুটে আসেন ঘনিষ্ঠজনেরা।
স্বজনরা জানায়, ধারদেনা করে দক্ষিনপাড়া গ্রামের সলেমান বেপারীর ছেলে মানবপাচারচক্রের সক্রিয় সদস্য সামাদ বেপারীর হাতে ৮ লাখ টাকা তুলে দেন ইমরানের ভ্যানচালক বাবা শাজাহান হাওলাদার। এই ঘটনায় দালালদের কঠোর বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী।
গত ২২ জানুয়ারি অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া হয়ে ইঞ্জিনচালিত নৌকায় ইতালী যাবার পথে প্রচন্ড ঠান্ডায় মারা যায় ৭ বাংলাদেশী। মারা যাওয়া ৭ বাংলাদেশীর মধ্যে ৫জনই মাদারীপুরের বাসিন্দা।