বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রসুলপুর ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামের খোলা মন্ডলের বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রসুলপুর গ্রামের রিপন মন্ডলের ছেলে বিধান চন্দ্র মন্ডল (৩৫) ও তার স্ত্রী কমলী রানী (৩০)।
রসুলপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এমন দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বিধান চন্দ্র মন্ডল তার ইজিবাইক চার্জ দেওয়ার জন্য ঘরের ভেতর বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পাশে থাকা তার স্ত্রী কমলী রানী স্বামীকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
ঘটনার পরপরই এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করার চেষ্টা করে। তবে ততক্ষণে মারা গেছেন দুজনই।