সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহতের প্রতিবাদে ভেদরগঞ্জে মানববন্ধন

ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহতের প্রতিবাদে ভেদরগঞ্জে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি:: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে শরীয়তপুরের ভেদরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে ওলামা মাশায়েখ, তাবলিগী সাথী ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভেদরগঞ্জ উপজেলা ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা ওলামা পরিষদের সভাপতি আবু জাফর মো: সালেহ্।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, ভেদরগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মুজাম্মেল হক সাদী, সহ-সভাপতি মাওলানা মুফতি উসমান হাকিম, উপজেলা মসজিদের খতিব মাওলানা মুফতি ইদ্রিস নোমানী, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি দেলোয়ার হোসেন, মাওলানা মুফতি মিজানুর রহমান, মাওলানা মুফতি মাহবুবুর রহমান, মাওলানা মুফতি মাহাদী হাসান, ভেদরগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতি কাউসার মাহমুদ, উপজেলা ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা মুফতি মো: নোমান, উপজেলা ওলামা পরিষদের কোষাদক্ষ্য মাওলানা মুফতি নোমান সিদ্দিকী ও তাবলীগের সাথী আরিফুজ্জামান হাওলাদার, ফয়সাল আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ইজতেমায় হামলা ও হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ঘুমন্ত অবস্থায় তাবলীগ নামধারী বিপথগামী পথভ্রষ্ট উগ্র সন্ত্রাসী সাদপন্থীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে অন্তত চার জনকে হত্যা করে। এছাড়াও অসংখ্য শান্তি প্রিয় সাধারণ মুসল্লী, ওলামাগণ নৃশংস হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই হামলাকরীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি ও সাদপন্থিদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি বজায় রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মসজিদের ইমাম, মুয়াজ্বিন ও হাজারো মুসল্লি উপস্থিত ছিলেন। পরে তারা উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com