বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:১২ অপরাহ্ন

ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে দেশ ও বিশ্বের কল্যাণ কামনা

ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে দেশ ও বিশ্বের কল্যাণ কামনা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে লাখো মুসল্লি অংশ নিয়েছেন। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও বিশ্বের কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের আহমেদ।

রোববার (২ ফেব্রুয়ারী) সকাল ৯টার পর মোনাজাত শুরু হয়ে ৯টা ৩৫ মিনিটের দিকে শেষ হয়।

আখেরি মোনাজাতে শরিক হতে আজ ভোর থেকে ঢাকা, টঙ্গী ও গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে হাজার হাজার মুসল্লিদের পায়ে হেঁটে ইজতেমা ময়দানের দিকে আসতে দেখা গেছে।

ইজতেমা এলাকা ঘুরে দেখা গেছে, শত শত নারী-পুরুষ রাস্তা ও আশপাশের মিল-কারখানা ও বাসাবাড়ির ভেতর অবস্থান নিয়েছেন।

নারীদের জন্য আলাদা কোনো জায়গার ব্যবস্থা না থাকায় তারা বাধ্য হয়ে নিজ উদ্যোগে পর্দায় ঘেরা বিভিন্ন স্থানে বসার জায়গা করে নিচ্ছেন। বিশ্ব ইজতেমা ময়দানের তাশকিল কামরার পাশে প্রতিবন্ধীদের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এ ব্যবস্থায় দুই শতাধিক প্রতিবন্ধী বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন।

এদিন ফজরের পর বয়ান করেন মাওলানা আব্দুর রহমান। আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক বক্তব্য দেন মাওলানা ইব্রাহীম দেওলা।

উল্লেখ্য, আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে সুরায়ে নেজামের দুই ধাপের ইজতেমার প্রথম পর্ব। আবার ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হবে শুরায়ে নেজামের দ্বিতীয় পর্বের ইজতেমা। এর পর মাওলানা সাদ কান্দলভী অনুসারিদের ইজতেমা ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com