বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাটামো মেরামতের ৩১ দফাকে জনগণের মাঝে প্রচারের জন্য দোহার উপজেলায় যুবদলের নেতৃত্বে যুব সমাবেশ অুনষ্ঠিত হয়। এসময় বিএনপির পক্ষ থেকে শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার বিকেল ৪টায় দোহার নারিশা পশ্চিমচর স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুবদলের ঢাকা জেলার সহসভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রেজাউল কবির পল।
সভায় নেতৃবৃন্দ কলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের যে ৩১ দফা কর্মসূচী ঘোষনা করেছে সেই বার্তা জনগনের মাঝে পৌছে দিতে হবে। তাহলেই সাধারণ মানুষ বিএনপির রাজনীতির প্রতি আস্থাশীল হবে।
রাষ্ট্রকাঠামো মেরামতের প্রতিটি দফাকে গ্রাম ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীসহ প্রান্তিক জনগোষ্ঠির কাছে পৌছাতে হবে। তাহলেই মানুষ স্বৈরাচারী শাসক শেখ হাসিনার আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে পাবে।
এতে মানুষ খুঁজে পাবে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের চেতনা। দূর হবে বৈষম্য। সংস্কার হবে প্রতিটি স্তরে। এসময় সকলকে এ কর্মসূচীর প্রচারপত্র জনগণের কাছে তুলে ধরতে আহবান জানান নেতৃবৃন্দ।
দোহারে বিএনপির যুব সমাবেশ ও কম্বল বিতরণ
এসময় দলীয় নেতাকর্মীরা নারিশা ইউনিয়নের শীর্তাত মানুষের মাঝে কয়েক হাজার কম্বল বিতরণ করেন। এর আগে বৃহষ্পতিবার সন্ধ্যায় একই কর্মসূচীতে দোহারের মাহমুদপুর, সুতারপাড়া এলাকায় কম্বল বিতরণ করে বিএনপি ও অঙ্গসংগঠন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, খন্দকার আবু শফিক মাসুদ, এড. সোহানুর রহমান, মহিলা দলের সভানেত্রী শম্পা আক্তার, বাচ্চু খান প্রমুখ।