সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

ইউপি নির্বাচনে: নৌকার মনোনয়ন প্রত্যাশী এম মোস্তফা কামাল

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: মধুখালী উপজেলার ২নং বাগাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী, সমাজসেবক এম মোস্তফা কামাল। তিনি দীর্ঘদিন বাগাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে আগাম নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

সোমবার (২২ নভেম্বর) বেলা ১১টায় মিটাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার মনোনয়ন প্রত্যাশায় স্থানীয় জনগনের সাথে মতবিনিময় সভা করেন।

মোঃ মহিউদ্দীন মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম মাস্টার, মোঃ আব্দুস সামাদ ফকির, মোঃ হবিবার শেখ, জাকির হোসেন বিশ্বাস প্রমূখ।

এ সময় এম মোস্তফা কামাল বলেন, এলাকার উন্নয়নে ও বিপদ আপদে জনগনের পাশে ছিলাম। তাই এলাকাবাসীর চাওয়া থেকেই নির্বাচন করার প্রত্যাশা। এছাড়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বাড়ি বাড়ি ঘুরছি। করোনাভাইরাসের কারণে লকডাউন চলাকালীন এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করাসহ প্রতিনিয়ত এলাকাবাসীর খোঁজখবর রাখতে চেষ্টা করেছি। আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে জয় লাভ করবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com