রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

ইউক্রেনকে মস্কো শান্তি চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান ট্রাম্পের

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: আলাসকায় রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন ও রাশিয়াকে যুদ্ধ বন্ধে সরাসরি স্থায়ী শান্তি চুক্তিতে যেতে হবে, কারণ মধ্যবর্তী যুদ্ধবিরতিতে শান্তি দীর্ঘস্থায়ী হয় না।

এ নিয়ে আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এতে ইউরোপের কয়েকজন নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

গতকাল সকালে জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, সোমবার তিনি ওয়াশিংটনে যাবেন। পরে ট্রাম্পও তা নিশ্চিত করেছেন।

বিবিসি ও নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ট্রাম্প সম্ভবত জেলেনস্কির কাছে রাশিয়ার সঙ্গে চুক্তির একটি প্রস্তাব উপস্থাপন করবেন। প্রস্তাবে ইউক্রেনের পূর্ব দিকের দনবাস অঞ্চলের যেসব এলাকা রাশিয়া বিল পাস করে নিজেদের বলে ঘোষণা করেছে, কিয়েভকে তা মেনে নিতে হবে। এমনকি দনবাসের যেসব এলাকা এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে, কিন্তু রাশিয়া নিজের বলে ঘোষণা করেছে, তা-ও মস্কোর বলে স্বীকার করে নিতে হবে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে, সংবিধানের বিপরীতে কোনো ভূখণ্ড ছাড়বে না তার দেশ। তিনি মনে করেন প্রথমে একটি স্থায়ী যুদ্ধবিরতি হওয়া উচিত।

এদিকে ট্রাম্প ও পুতিনের আলাস্কা বৈঠকের পর যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড, পোল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে তারা ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও জেলেনস্কির সঙ্গে ইউরোপের সহযোগিতায় ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসার ব্যাপারে নিজেদের প্রস্তুতির’ কথা জানান।

উল্লেখ্য, ২০১৪ সালে রাশিয়া অবৈধভাবে ক্রিমিয়াকে ইউক্রেন থেকে নিজেদের সঙ্গে সংযুক্ত করে নেয়। তারপর আট বছর পর দেশটিতে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে। তারা দনবাসকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে দাবি করে এবং লুহানস্কের বেশিরভাগ অংশ এবং দোনেৎস্কের প্রায় ৭০% নিয়ন্ত্রণ করে।

ট্রাম্প পূর্বে বলেছিলেন যে, যেকোনো শান্তি চুক্তিতে কিছু অঞ্চলের বিনিময় জড়িত থাকবে। বৈঠকের পরেও জেলেনস্কিকে তিনি একই প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com