রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন

ইউএনওর উপর হামলার ঘটনায় দুই আসামীকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ, প্রধান আসামী হাসপাতালে ভর্তি

ঘোড়াঘাট প্রতিনিধি::

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারী বাসভবনে গত ২ সেপ্টেম্বর রাতে চুরির উদ্দেশ্য প্রবেশের পর হাতুরিপেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে এবং তার বাবাকে গুরুত্বর জখম করার ঘটনায় আটক দুই আসামীকে ৫ দিনের রিমান্ড চেয়ে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় তাদের দিনাজপুর আদালতে প্রেরন করা হয়।

এর আগে গত রাতে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে আসামীদের হস্তান্তর করেছে র‌্যাব। তবে প্রধান আসামী আসাদুল হককে মেডিকেলে ভর্তি করা হয়েছে।

ঘোড়াঘাট থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টা ৪০ মিনিটে র‌্যাব-১৩ এর ডিএডি বাবুল খানের নেতৃত্বে মামলার দ্বিতীয় আসামী উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে রং মিস্ত্রি নবিরুল ইসলাম (৩৫) ও একই এলাকার খোকা চন্দ্রের ছেলে সান্টু চন্দ্র দাস (২৮)কে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করে র‌্যাব-১৩। পরে আজ শনিবার সকাল ১০টায় আসামী দু’জনকে রিমান্ড চেয়ে দিনাজপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, মামলার প্রধান আসামী উপজেলার সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৩৫)কে অসুস্থ থাকায় তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানায় ঘোড়াঘাট থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com