মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ প্রশ্ন : ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেন। এ ব্যাপারে কি বলবেন?
তুহিন : ইংল্যান্ড টিম আসলে একেবারে খারাপ না। ২০১৬ সালে বিশ্বকাপে আমাদের সঙ্গে অংশ নিয়েছিল। ওদের অভিজ্ঞতা ৬ থেকে ৭ বছরের। ম্যাচের আগে কোচ আমাদের যেভাবে পরামর্শ দিয়েছিলেন, সেই পরামর্শ মতো আমার নেতৃত্বে দল মাঠে পরিচালনার চেষ্টা করেছি। সবাই ভালো খেলে একটা বড় জয় আমরা নিতে পেরেছি। এভাবে জয় অব্যাহত রেখে টুর্নামেন্টে যাতে অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারি সেই আশাই করছি।
প্রশ্ন : আপনি ম্যাচসেরা হলেন। নিজের পারফরম্যান্স নিয়ে কিছু বলুন?
ম্যান অব দ্য ম্যাচ হওয়ার জন্যই যে খেলতে হবে এমনটা নয়; দলের জন্য খেলেছি। ভালো পারফরম্যান্স দিতে পেরেছি এজন্য আমাকে ম্যাচসেরা নির্বাচিত করেছে। আমি আসলেই ভাগ্যবান এবং শুকরিয়া আল্লাহর দরবারে আমি ম্যান অব দ্য ম্যাচ হয়েছি এবং আমাদের দল জিতেছে।
প্রশ্ন : মর্যাদার বঙ্গবন্ধু কাপে শেষ অবধি মান ধরে রাখতে পারবেন তো?
তুহিন : নতুন-পুরনো খেলোয়াড় নিয়ে আমাদের যে দল গঠন করা হয়েছে; সবাই যদি সবার জায়গা থেকে ভালো খেলতে পারে ইনশাল্লাহ আমি আশাকরছি এবারও আমরা অপরাজিত চ্যাম্পিয়ন হবো।
প্রশ্ন : এই মুহূর্তে কোন দলকে বেশি শক্তিশালী মনে হচ্ছে?
তুহিন : আমাদের গ্রুপে শ্রীলঙ্কা ম্যাচটাই চ্যালেঞ্জিং হবে। ২০১৯ যে এসএ গেমস হয়েছে সেখানে শ্রীলঙ্কা রৌপ্য পদক পেয়েছে। সেখানে বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালকে হারিয়ে তারা রুপা জিতেছে। গত বঙ্গবন্ধু কাপেও তারা কিন্তু ভালো খেলেছে। দুর্ভাগ্যবশত সেবার কেনিয়ার কাছে হেরে গিয়ে আমাদের কাছেও হেরেছিল। তারাই আমাদের প্রতিন্দন্দ্বী গ্রুপে। আমরা যেভাবে খেলছি টেকনিক, ট্যাকটিস সব কিছু ঠিকঠাক করতে পারলে দল এবারো অপরাজিত চ্যাম্পিয়ন হবে ইনশা আল্লাহ।