রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ইংল্যান্ডের বার্মিংহাম শহরে শুরু হয়েছে কমনওয়েলথ গেমসের ২২তম আসর। স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ১ টায়) আলেক্সান্ডার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হবে কমনওয়েলথ গেমসের এবারের আসরের। আসরে অংশ নিতে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা এরই মধ্যে বার্মিংহামে পৌঁছে গেছেন। বাংলাদেশ এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি ডিসিপি¬নে, জমকালো উদ্বোধনী আয়োজনের পরদিন চারটি খেলায় অংশ নেবেন বাংলাদেশের ক্রীড়াবিদরা।
প্রথমেই প্রতিদ্বন্দ্বিতায় নামবে জিমন্যাস্টিকস দল। স্থানীয় সময় সকাল ৯ ঘটিকায় পুরুষদের দলীয় এবং একক বাছাই পর্বের খেলা শুরু হবে বার্মিংহাম অ্যারেনায়।
জিমন্যাস্টিকসে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এ্যাথলেটরা হলেন শিশির আহমেদ, আবু সাইদ রাফি ও আলি কাদের হক। একই সময়ে পুরু টেবিল টেনিস দলের বাছাই পর্বও শুরু হয়ে যাবে। ২৯ তারিখেই হয়ে যাবে বাছাই পর্বের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপ। বাংলাদেশ টেবিল টেনিস দলে খেলোয়াড় হিসেবে আছেন রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ হৃদয়, রিফাত মাহমুদ সাব্বির ও মুফরাদুল খায়ের হামজা।
স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টা থেকে স্যান্ডওয়েল এ্যাকুয়াটিকস সেন্টারে শুরু হয়ে যাবে সাঁতারের বাছাইপর্ব। বাংলাদেশের পুরুষ সাঁতারু মাহমুদ উন নবী নাহিদ অংশ নিচ্ছেন ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে। মহিলা সাঁতারু মরিয়ম আক্তার অংশ নিচ্ছেন ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে। দুজনেরই হিট ১০৩০-১২৩০ ঘটিকার মধ্যে। হিটে উত্তীর্ণ হলে সেমিফাইনালে অংশ নেয়ার সুযোগ হবে, শুরু সন্ধ্যা ৭ টায়।
খেলা শুরুর দিনেই রিং এ নেমে পড়বেন তিন বক্সার। হোসেন আলী অংশ নেবেন ওয়েল্টারওয়েইট ওজনশ্রেণীতে (৬৩.৫-৬৭ কেজি), সুরো কৃষ্ণ চাকমা অংশ নেবেন লাইট ওয়েল্টারওয়েইট ওজন শ্রেণীতে (৬০-৬৩.৫ কেজি) আর সেলিম হোসেন অংশ নেবেন ফেদারওয়েইট (৫৪-৫৭ কেজি) ওজন শ্রেণীতে। তিনজনই শুরু করবেন “রাউন্ড অব থার্টি টু”দিয়ে।