সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

ইংল্যান্ডকে ৪০০ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: বিশ্বকাপ ম্যাচে ইংল্যান্ডকে ৪০০ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের হয়ে সর্বোচ্চ ১০৯ রান করেছেন ব্যাটার হেনরিক ক্লাসেন।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো করেনি দক্ষিণ আফ্রিকা। দলীয় ৪ রানেই ওপেনার কুইন্টন ডি ককের উইকেট হারায় তারা। তবে এরপরই ১২৫ রানের এক আগ্রাসী জুটি গড়েন দুই ব্যাটার রিজা হ্যনাড্রিক এবং রাসি ভান ডার ডুসেন। তবে দলীয় ১২৫ রানে ডুসেন এবং ১৬৫ রানে হ্যান্ড্রিকের উইকেট হারালেও রানের গতি কমেনি দক্ষিণ আফ্রিকার। এইডেন মার্করাম ইনিংস বড় করতে না পারলেও করেছেন ৪২ রান। তবে শেষের দিকে হেনরিক ক্লাসেন করেন এক ঝোড়ো সেঞ্চুরি। খেলেছেন ৬৭ বলে ১০৯ রানের ইনিংস। পাশাপাশি আরেক ব্যাটার মার্কো ইয়ানসেন খেলেছেন ৪২ বলে ৭৫ রানের এক অপরাজিত ইনিংস। যার সুবাদে ৫০ ওভার শেষে ৩৯৯ করে দক্ষিণ আফ্রিকা।

ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পেসার রিস টপলি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com