মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:০২ অপরাহ্ন

আড়াইহাজারে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা

আড়াইহাজার প্রতিনিধি::

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমেনা বিবি নামে ৭০ বছর বয়সি এক বৃদ্ধাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তিনি স্থানীয় কালাপাহাড়িয়া ইউপি’র উলুকান্দী এলাকার মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।

আজ রোববার সকালে খবর পেয়ে কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিজয় কৃঞ্চ কর্মকার জানান, উলুকান্দী এলাকায় চকের মধ্যে একটি বাড়িতে একাই বসবাস করতেন বৃদ্ধা আমেনা বিবি। তবে মাঝে মধ্যে বিভিন্ন এলাকা থেকে লোকজন ওই বাড়িতে আসা-যাওয়া করতো। তিনি আরও জানান, শনিবার রাতে দুর্বৃত্তরা তাকে প্রথমে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহটি আগুনে পুড়িয়ে দেয়। বৃদ্ধার কান, গলা ও হাতে থাকা বেশ কিছু স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে খুব দ্রুততম সময়ের মধ্যে ঘাতকদের আইনের আওতায় আনার হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com